নিটের ফল খারাপ হওয়ার কারণে বাড়ি থেকে নিখোঁজ মেধাবী ছাত্র। গত ৪ জুন নিটের ফল প্রকাশ হয়। সেদিন থেকেই নিখোঁজ সৌদীপ বাগ নামে হুগলীর এক ছাত্র। ইতিমধ্যেই পোলবার উচাই গ্রামের বাসিন্দা ওই ছাত্রের খোঁজ শুরু করেছে পুলিশ। রেলস্টেশন, হাসপাতাল-সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চলছে। যদিও কোনও খোঁজ পাওয়া যায়নি ওই ছাত্রের। দুশ্চিন্তায় দিন কাটছে ওই ছাত্রের বাবা সুজয় ও মা দীপালী বাগের।
হুগলি কলিজিয়েট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে সৌদীপ। স্কুলের ফার্স্ট বয় ছিল সৌদীপ। তাঁর ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার। পড়াশোনা শুরু করেছিল। নিট দিয়ে বেশ আত্ববিশ্বাসী ছিলেন তিনি। নিটের ফল প্রকাশ হওয়ার পর বাড়িতেই ছিলেন ওই ছাত্র। জানিয়েছিলেন, লুচি-তরকারি খাবেন। ৮টা নাগাদ শব্দ হলে দেখা যায় ঘরে নেই ওই ছাত্র। খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেলেও তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি।