খাটের তলার সুটকেস থেকে উদ্ধার নিট পরীক্ষার্থীর দেহ। পড়ুয়াকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল নিউটাউনে।
শুক্রবার ভোরে নিউটাউনের একটি বাড়ির খাটের তলায় স্যুটকেসের মধ্যে থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। তাঁর মুখ সেলোটেপ দিয়ে বাঁধা ছিল। পড়ুয়াকে অপহরণ করার পর মুক্তিপণ না-দেওয়াতেই খুন করা হয়েছে বলে পড়ুয়ার পরিবারের অভিযোগ। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নিহত পড়ুয়া মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। নাম সাজিদ হোসেন। নিউটাউন সেকেন্ড লেনের তারুলিয়াতে গৌতম নামের এক যুবকের ভাড়া বাড়ি থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে গৌতম এবং পাপ্পু সিংহকে।
খুনের কথা স্বীকার করেছেন গৌতম। পুলিশের দাবি, জেরায় গৌতম জানিয়েছেন, মদ খাইয়ে বালিশ চাপা দিয়ে প্রথমে খুন করা হয়। তার পর মুখে সেলোটেপ লাগানো হয়। মুক্তিপণ চাওয়ার আগেই খুন করা হয় বলে অনুমান পুলিশের।