বন্ধ ঘর থেকে দেহ উদ্ধার এক যুবকের। নাম অতীশ গোপালিকা। জানা গিয়েছে, মৃত যুবক রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকার ভাইপো। বাঙুর এলাকায় একাই থাকতেন তিনি। শুক্রবার রাত থেকে যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে।
শনিবার সকালে অফিসের পরিচিতরা লেকটাউন থানায় বিষয়টি জানায়। এরপরই লেকটাউন থানার পুলিশ বাঙুরের তার বাড়িতে যায়। অনেকক্ষণ ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় পুলিশ দরজা খুলে ঘরে ঢোকে। ঘরে একটি চেয়ারের উপর বসে ছিলেন তিনি। পুলিশ আরজি কর হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।