রেড রোডে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন শাঁখ ও সাইরেন বাজিয়ে নেতাজিকে স্মরণ করা হয় ।
নেতাজির পরিবারের সদস্যরা আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । প্রথমে দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠান শুরু হয় । এরপর মাল্যদানের মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা জানান মমতা । এরপর একে একে মাল্যদান করে সুগত বসু(Sugata Bose), সুমন্ত বসু (Sumanta Basu), ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও আরও অনেকে ।
মাল্যদান চলাকালীন মমতার অনুরোধে 'সুভাষজি, সুভাষজি' গান গাইলেন প্রাক্তন সাংসদ সুগত বসু । তাঁর সঙ্গে গলা মেলান সুমন্ত বসুও ।