রাজ্যজুড়ে পালিত হচ্ছে সুভাষচন্দ্র বসুর (Subhash Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী । এদিন, চেতলা পার্কে (Chetla Park) নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ববি হাকিম (Firhad Hakim) । সঙ্গে ছিলেন তাঁর বড় মেয়ে । নেতাজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি, অমর জ্যোতি নিয়ে বিজেপিকে আক্রমণও করেন তিনি ।
অন্যদিকে, লেকটাউনের (Laketown) শ্রীভূমিতে সাড়ম্বরে পালিত হল নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী । দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) উদ্যোগে এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় (Sougata Roy) । অনুষ্ঠান মঞ্চ থেকে নেতাজির জন্মদিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানান সাংসদ ।
সেইসঙ্গে, প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো বাতিল নিয়ে সৌগত রায় বলেন, "নেতাজির ট্যাবলো বাতিল হবে এটা ভাবা যায় না । আমরা মনে করি কেন্দ্রীয় সরকার রাজনৈতিক পক্ষপাতিত্ব করেছে ।"
এছাড়া এদিন, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে উদযাপিত হল নেতাজির জন্মদিবস । নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় ।