কয়েকদিন আগেই টেট পরীক্ষার আনসার কি প্রকাশ করা হয়েছে৷ স্বচ্ছতা নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে, তা নিশ্চিত করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই আনসার কি প্রকাশের সঙ্গে সঙ্গেই দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যে কোনও প্রশ্নকে চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা। প্রশ্ন পিছু ৫০০ টাকা করে দিতে হবে। সেই চ্যালেঞ্জ করার সময়সীমা বাড়ানো হল।
প্রথমে পর্ষদ জানিয়েছিল, ১৭ জানুয়ারি পর্যন্ত আনসার কি চ্যালেঞ্জ করা যাবে। মঙ্গলবার পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১৮ জানুয়ারি, অর্থাৎ বুধবার রাত ১২টা পর্যন্ত আনসার কী চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা।
গত বছরের ১১ ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। ১১ জানুয়ারি আনসার কি প্রকাশ করা হয়। ২০১৭ সালের পর এই প্রথম টেট পরীক্ষা নেওয়া হল। টেট ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এবার সতর্ক পর্ষদ।