ক্যানসারের চিকিৎসায় বড় পদক্ষেপ। টাটার সঙ্গে যৌথভাবে এসএসকেএম হাসপাতাল ক্যানসার হাসপাতাল গড়বে। সোমবার সে ব্যাপারে সিলমোহর দিল মন্ত্রিসভা (SSKM and Tata will collaborate to build cancer hospital)।
২০২১ সালে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার এক মাসের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
ক্যানসার চিকিৎসার জন্য ২৫ শতাংশ মানুষ এ রাজ্য থেকে মুম্বইয়ের হাসপাতালে যান। এবার যাতে এ রাজ্যেই ভাল পরিষেবা পান রোগীরা, সেই কারণেই এই পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
রাজ্যে বেসরকারি ও সরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা হয়। তাছাড়া কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে চলছে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল। এবার দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় আরও জোর দিতে চাইছে নবান্ন।