রাজ্যপালের সফরের মধ্যে ফের দিনহাটায় অশান্তি। ওকরাবাড়িতে কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোমা ছোড়ায় একটি ঘরে আগুন লেগে যায় বলে অভিযোগ কংগ্রেস প্রার্থীর পরিবারে। স্থানীয় বাসিন্দা ও দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শনিবার সকালে সার্কিট হাউজে বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। এরপর বেসরকারি হাসপাতালে যান। রাজনৈতিক হিংসা নিয়ে মানুষের অভিযোগও শোনেন তিনি। এরপরই দিনহাটার অশান্ত এলাকা পরিদর্শনের কথা আছে রাজ্যপালের।
শুক্রবার রাতে কোচবিহারে এসেই রাজ্যপাল জানিয়ে দেন, হিংসা বরদাস্ত করা হবে না। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার কোচবিহার যাওয়ার পথে ফোনে সরাসরি অভিযোগ শোনেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর সরাসরি নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।