করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার আতঙ্ক এখনও কাটেনি । এরই মধ্যে আরও একটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়তে চলেছিল । কিন্তু, বরাত জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস । জানা গিয়েছে, পুরুলিয়ার সাঁওতালডি এলাকায় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের লেভেল ক্রসিংয়ে হঠাৎই বিকল হয়ে যায় একটি ট্রাক্টর । সেইসময় দ্রুত গতিতে ছুটে আসছিল রাজধানী । আরেকটু হলেই ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা । কিন্তু, যথাসময়ে ট্রেনের গতি কমিয়ে দেন চালক । আর তার ফলেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি ।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দূর থেকে চালক ট্রাক্টরটি দেখতে পেয়েই ট্রেনের গতি কমিয়ে দেন । তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে ট্রেনটি । যদিও ট্রাক্টরটির ডালার অংশ ছুঁয়ে যায় ইঞ্জিনের পিছনে থাকা একটি বগির খানিক অংশ । কিন্তু, সেরকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি । পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার গন্তব্যের উদ্দেশে ছুটে যায় রাজধানী ।
প্রশ্ন উঠছে, ট্রেন আসছে দেখেও কেন পড়েনি রেল গেট? স্থানীয়রা জানাচ্ছেন, গেটের একদিকের অংশ পড়লেও অন্যদিক পড়েনি। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে গেট ম্যানকে।