মেট্রো যাত্রীদের জন্য সুখবর। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা চালুর জন্য চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলল। সব বিষয় খুঁটিয়ে দেখার পরই ওই ছাড়পত্র দিয়েছেন জনক কুমার গর্গ। এবং ওই ছাড়পত্র পাওয়ার ৩ মাসের মধ্যে বানিজ্যিকভাবে পরিষেবা শুরু করতে হয়। সূত্রের খবর, অতি দ্রুত ওই নিউ গরিয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা শুরু হবে।
গঙ্গার নীচে পরিষেবা
এদিকে গঙ্গার নীচে পরিষেবা চালুর জন্য বেশ কয়েকটি বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জনক কুমার গর্গ। সূত্রের খবর, স্টেশনে ঢোকা ও বেরোনোর রাস্তা চওড়া, স্টেশনে চিহ্নিতকরণ সহ একাধিক শর্ত দিয়েছেন তিনি। চলতি মানেই সেই সংক্রান্ত রিপোর্ট পাঠানো হবে বলেও খবর।
ইতিমধ্যে গঙ্গার নীচে দিয়ে মেট্রোর যাতায়াতের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এছাড়াও বিভিন্ন স্টেশন তৈরির কাজও সম্পন্ন হয়েছে। যদিও নিরাপত্তা সংক্রান্ত শর্তগুলি পূরণ করা হলেই বাণিজ্যিকভাবে মেট্রো চলাচলের ছাড়পত্র পাওয়া যাবে বলে সূত্রের খবর।