ট্রাফিক সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ শান্তিপুর থানার (Shantpur Police Station)। বড়দিনের আগে পথচারীদের সচেতন করতে পথে নামল শান্তিপুরের সান্তাক্লজ। থানা সূত্রে খবর, এলাকায় প্রায়শই লেগে থাকে দুর্ঘটনা, প্রাণহানি। অধিকাংশ ক্ষেত্রেই ট্রাফিক আইন ভাঙার কারণে বা আরোহী নিরাপত্তা সম্পর্কে সচেতন না থাকায় দুর্ঘটনা ঘটে।
এবার আসন্ন বড়দিন উপলক্ষ্যে অভিনব কায়দায় পথচারীদের মধ্যে রাজ্যসরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি ছড়িয়ে দিল শান্তিপুর থানা। রাস্তায় নেমে সান্তাক্লজ পথচারীদের লিফলেট দেয় , এছাড়াও প্রচারমূলক মাইকিং চলতে থাকে।
WB Secondary Education Board: ‘ফাঁকিবাজি’ রুখতে কড়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের
শান্তিপুর গোবিন্দপুর বাইপাস থেকে, ঘোড়ালিয়া বাইপাস,ফুলিয়া সহ বেশ কয়েকটি জায়গায় পথ চলতি সাধারণ মানুষ এবং বিভিন্ন যানবাহন আরোহী চালক বিশেষত মোটরসাইকেলে সচেতন করা হয়।