শুধু সংক্রামক ব্যাধিই নয়। রাজ্যের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের স্বাস্থ্যের জন্য বড় চিন্তার কারণ হয়ে উঠেছে নানারকম অসংক্রামক ব্যাধিও। জানাচ্ছে ল্যানসেটে প্রকাশিত একটি নতুন গবেষণার রিপোর্ট। ল্যানসেটের দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় স্বাস্থ্যবিভাগের উদ্যোগে হওয়া এই গবেষণা থেকে আরও জানা যাচ্ছে, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার সহ পেটের বহু রোগও ক্রমে দুশ্চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যবিশেষজ্ঞদের৷
এই সমীক্ষা চালানো হয় বীরভূম জেলার ১৯টি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকে। সমীক্ষার রিপোর্টে জানা যাচ্ছে, প্রতি ৫ জনের মধ্যে ১ জন এই ধরনের রোগের সমস্যায় রীতিমতো জর্জরিত।
ব্রিটিশ মায়ার্স স্কুইব ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই সমীক্ষা চালিয়েছেন বিশেষজ্ঞরা। শুধু এই রাজ্যেই নয়৷ প্রতিদিন পেটের বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন বহু পিছিয়ে পড়া দেশের মানুষও।
ল্যানসেটে প্রকাশিত হওয়া 'ভারতে বিভিন্ন নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগের সম্ভাবনার বিবর্তনের ধাপ' নামের এই গবেষণাপত্রটি লিখেছেন পার্থসারথি মুখোপাধ্যায়, সুজয় ঘোষ, প্রদীপ মুখোপাধ্যায়, দীপেশ কুমার দাস, পাবক সরকার, শৈবাল মজুমদার, কৌশিক দাস এবং অভিজিৎ চৌধুরীর মতো বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।