উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে বড় বদল। এবার থেকে একবার নয়, দুবার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। নতুন শিক্ষানীতি অনুযায়ী সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে উচ্চমাধ্যমিকে। সেকারণে ছ মাস অন্তর ২ বার পরীক্ষায় বসতে হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এই নয়া নিয়ম চালু হতে চলেছে।
একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে চারটি সেমিস্টারে পরীক্ষা করা হবে। তার মধ্যে দুটি সেমিস্টারের পরীক্ষা হবে নিজের স্কুলে। এবং বাকি দুটি পরীক্ষা হবে অন্য স্কুলে।
জানা গিয়েছে প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে MCQ প্রশ্নে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে OMR শিটে। এবং কম্পিউটারের মাধ্যমে খাতা দেখা হবে।