বাজারে ইলিশ আমদানি হলেও স্বাদে রয়েছে ঘাটতি। ফলে খাদ্যরসিক বাঙালির পেট ভরলেও মন ভরছে না। সেকারণে রাজ্য সরকারের তরফে জারি করা হচ্ছে নতুন নিয়ম। এবার থেকে তিন মাস ইলিশ ধরা বন্ধ রাখতে চাইছে রাজ্য সরকার। আগামী দু-তিন বছরের মধ্যে এই নিয়ম সম্পূর্ণভাবে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে।
মৎস্য বিশেষজ্ঞদের অনেকেই জানিয়েছেন, দুমাস ইলিশ ধরা বন্ধ থাকলেও সেভাবে মাছের বৃদ্ধি হচ্ছে না। সেকারণে স্বাদে ঘাটতি থাকছে। এর পরিবর্তে তিনমাস ইলিশ ধরা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন অনেকেই। তাহলে এই সময়কালে আরও বড় সাইজের ইলিশ জালে ধরা পড়বে। বাড়বে স্বাদও।
মৎস্য দফতর সূত্রে খবর, খোকা ইলিশ ধরার ক্ষেত্রে ব্যাপক প্রচার চালানো হবে। তার পরেও যদি কোনও মৎস্যজীবী খোকা ইলিশ ধরে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবে এতদিন এপ্রিলের ১৬ তারিখ থেকে ১৫ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এবার থেকে সেই সময়সীমা বাড়িয়ে ১৬ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত করা হতে পারে।