পাল্টে যেতে পারে কলেজে ভর্তির নিয়ম (College Admission)। স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে পড়ুয়াদের ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়গুলি (University Rules)। অনলাইনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। জানা গিয়েছে, এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী সপ্তাহে এই নিয়ে বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে বৈঠক করবে রাজ্যের উচ্চশিক্ষা দফতর।
বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে,প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নিজস্ব কেন্দ্রীয় পোর্টাল থাকবে। পড়ুয়ারা সেখানেই বিশ্ববিদ্যালয়ের আওতায় সব কলেজের ভর্তি সংক্রান্ত তথ্য পাবেন। সেখানেই ভর্তির জন্য আবেদন করতে হবে। এই পোর্টাল থেকে একজন পড়ুয়া একসঙ্গে কটি কলেজে আবেদন করতে পারবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: তমলুক থেকে ধৃত জাহাঙ্গিরপুরী হিংসার অন্যতম মূল অভিযুক্ত, নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি
আগে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে ফি দিতে হত। কোভিড পরিস্থিতিতে আর সেই ফি নেওয়া বন্ধ করে দিয়েছে কলেজগুলি। এবার থেকে তা দিতে হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাবিদদের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয়ের আওতায় কলেজ ভর্তির নিয়ম জারি হলে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি অনেকটাই কমানো যাবে।
২০১১ সালে ক্ষমতায় এসে তৃণমূল সরকার কেন্দ্রীয়ভাবে পড়ুয়া ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময়ও শিক্ষামন্ত্রী ছিলে ব্রাত্য বসু। কিন্তু তখন সিদ্ধান্ত বাস্তবায়িত করা যায়নি। এবার তা করার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার।