সরকারি ও সরকার পোষিত স্কুলের প্রাক্ প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য বরাদ্দ হয়েছে নীল-সাদা পোশাক। আগেই এই ঘোষণা করেছিল রাজ্য স্কুলশিক্ষা দফতর(West Bengal School-Education Department)। গরমের ছুটির পরেই পড়ুয়ারা সেই পোশাক হাতে পাবে বলে মত প্রধান শিক্ষকদের। তাঁরা জানাচ্ছেন, পোশাকের রং বদল সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যে শিক্ষা দফতর থেকে স্কুলগুলিতে চলে এসেছে। যে সব স্বনির্ভর গোষ্ঠী ওই পোশাক তৈরির দায়িত্ব পেয়েছে, তারা উচ্চমাধ্যমিক পরীক্ষা(HS Exam 2022) শেষ হলেই স্কুলে এসে মাপ নেবে। তবে সেই পোশাক তৈরি করে পড়ুয়াদের হাতে তুলে দিতে দিতে গরমের ছুটি(Summer Vacation) পেরিয়ে যাবে বলেই মনে করছেন অধিকাংশ প্রধান শিক্ষক।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা(Higher Secondary Examination) শেষ হচ্ছে ২৭ এপ্রিল। গরমের ছুটি পড়ছে ২৪ মে থেকে। প্রধান শিক্ষকদের একাংশ জানাচ্ছেন, উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরেই পঞ্চম থেকে দশম শ্রেণির সামগ্রিক মূল্যায়ন পরীক্ষা হবে। সেই সময়ে সব পড়ুয়াকেই স্কুলে আসতে হবে, তাই তখন পড়ুয়াদের পোশাকের মাপ নেওয়া সুবিধাজনক হবে।
আরও পড়ুন- By-Poll : জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বাবুল সুপ্রিয়, ভোট দিতে পারেনি বাংলা মানুষ , ফের অভিযোগ দিলীপের
শিক্ষা দফতরের(School-Education Department) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাক্ প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছেলেদের জন্য একটি হাফ শার্ট, একটি ফুল শার্ট, একটি হাফ প্যান্ট এবং একটি ফুল প্যান্ট দেওয়া হবে। জামার রং হবে সাদা ও প্যান্টের রং হবে নেভি ব্লু। মেয়েদের যেমন আগে টিউনিক ও স্কার্ট, সালোয়ার, কামিজ এবং ওড়না ছিল, তা-ই থাকবে। মেয়েদের পোশাকেরও রং হবে সাদা ও নেভি ব্লু।
অষ্টম শ্রেণি পর্যন্ত পোশাকের রং নীল-সাদা করা হবে কেন, তা নিয়ে বিতর্ক অবশ্য এখনও রয়ে গিয়েছে। এক প্রধান শিক্ষকের কথায়, ‘‘সব স্কুলের পোশাকের রং এক হয়ে গেলে স্কুলগুলির এত দিনের পোশাকের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। তাই সব স্কুলের পোশাকের রং নীল-সাদা করার বিরোধিতা করেছিলাম আগেই। তবে ভাল লাগছে এটা ভেবে যে, অন্তত নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের স্কুলের পোশাকের রং আগে যা ছিল, তা-ই রাখা যাবে। এতে স্কুলের পোশাকের স্বাতন্ত্র্য কিছুটা হলেও বজায় থাকবে।’’