ভূপতিনগরে NIA-এর 'অতিসক্রিয়তা'-র অভিযোগ। এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। রবিবারই ভূপতিনগরে যাবেন চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ।
শনিবার ভোর থেকে ভূপতিনগরের পাঁচ জায়গায় তল্লাশি করে NIA। দুই অভিযুক্ত মনোব্রত জানা ও বলাইচরণ মাইতিকে গ্রেফতার করা হয়। তাঁদের গাড়িতে নিয়ে যাওয়ার সময় NIA আধিকারিকদের আটকায় গ্রামবাসীদের একাংশ। গাড়ির কাঁচ ভাঙা হয় বলে অভিযোগ। এরপরই ভূপতিনগর থানার সহযোগিতায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা আনা হয়। অভিযোগ, ধৃতরা তদন্তে সহযোগিতা করছে না। গোয়েন্দাদের নজরে রয়েছে ভূপতিনগরের আরও তিন জন।