বেঙ্গালুরুর ক্যাফেতে বোমা রেখে এসেছিলেন মুসাফির। ধৃতদের গ্রেফতারের পর এমনটাই দাবি NIA-এর। ক্যাফের বাসন ধোওয়ার জায়গাতেই মুসাফির বিস্ফোরক রেখে এসেছিলেন। তার ঠিক ১ ঘণ্টা পরেই ব্যস্ত সময়ে বিস্ফোরণ হয়।
Ration Scam: হাওয়ালার মাধ্যমে দুবাইয়ে যেত টাকা, রেশন দুর্নীতির তদন্ত নিয়ে চার্জশিট পেশ ইডির
ঘটনার প্রায় ১ মাস বাদে, গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফকে। এবং বাকি দুই অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে শুক্রবার কাঁথি থেকে গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতরা IS এর সঙ্গে যুক্ত ছিল। বেশ কয়েকদিন ধরে এরাজ্যে অভিযুক্তরা লুকিয়ে ছিল বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ধৃতদের নাম মুসাভির শাজ়িব হুসেন এবং আবদুল মাঠিন আহমেদ।