রিষড়া, শিবপুর এবং ডালখোলার ঘটনায় অশান্তি নিয়ে ৬টি এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তার মধ্যে পাঁচটি হাওড়া ও রিষড়ার অশান্তিকে কেন্দ্র করে। আর একটি এফআইআর করা হয়েছে ডালখোলায় রামনবমীতে হিংসার ঘটনা নিয়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনার তদন্তভার হাতে নিয়েছে এনআইএ। বৃহস্পতিবার ওই এফআইআর আদালতে পেশ করে তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল শুনানির দিন হাই কোর্টে এনআইএ জানিয়েছিল, তারা ওই অশান্তির ঘটনাগুলির তদন্ত করতে প্রস্তুত। গত ২৭ এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া-সহ রাজ্যের কয়েকটি এলাকায় হিংসার ঘটনা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দেয়।