মানব পাচার তদন্তে উত্তর ২৪ পরগনার গাইঘাটার একটি খাদ্য সরবরাহ অফিসে হানা দিল NIA। এর আগে ওই ঘটনার তদন্তে ৮ নভেম্বর গাইঘাটা থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করে NIA। তাঁর নাম বিকাশ হালদার। সেই ঘটনার তদন্তেই ফের NIA হানা দিয়েছে বলে জানা গিয়েছে।
এবিষয়ে বিকাশের স্ত্রী জানিয়েছেন, কয়েক বছর আগে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন তাঁরা। তারপর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁরা আর দেশে ফিরতে পারেননি। যদিও মানব পাচারের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।
এদিকে নভেম্বরে যখন NIA তদন্ত চালিয়েছিল তখন বিকাশের বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে NIA। শুধু তাই নয়, বারাসতের এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় তদন্তকারীরা। যদিও শুক্রবার ঠিক কী কারণে খাদ্য সরবরাহ অফিসে হানা দিল তা জানা যায়নি।