মাওবাদী যোগের অভিযোগে কলকাতা সহ জেলায় তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। মঙ্গলবার সকাল থেকেই আসানসোল এবং পানিহাটিতে তল্লাশি চালানো হয়। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা। অভিযোগ উঠেছে, সুদীপ্তা পাল এবং শিপ্রা চক্রবর্তী নামে দুই মহিলার বিরুদ্ধে মাওবাদী যোগের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই এই অভিযান।
জানা গিয়েছে, সুদীপ্তা এবং শিপ্রা দুজনে আসানসোলের একটি বাড়িতে একসঙ্গে থাকতেন। কিন্তু বছর পাঁচ আগে শিপ্রা সেখান থেকে পানিহাটি চলে যান। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। সেই কারণে দুটি এলাকায় হানা দেন NIA আধিকারিকরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একাধিক সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন সুদীপ্তা এবং শিপ্রা। খনি এলাকার শ্রমিকদের দাবিপূরণে বিভিন্ন আন্দোলন সংগঠিত করেছিলেন। এছাড়াও মানবাধিকার নিয়ে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা।
সূত্রের খবর, বিভিন্ন মাওবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতেন সুদীপ্তা এবং শিপ্রা। এর সঙ্গে আর কেউ জড়িত কিনা সেবিষয়েও খতিয়ে দেখছেন NIA আধিকারিকরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনের নেত্রী সুদীপ্তা পাল।
জানা গিয়েছে দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি ও কম্পিউটারের হার্ডডিস্ক নিয়ে গিয়েছেন আধিকারিকরা।