ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র স্ক্যানারে অভিযুক্ত আরও তিন তৃণমূল নেতা । সোমবার তাঁদের তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । ওই তিন তৃণমূল নেতা হলেন মানবকুমার পইড়্যা, সুবীরকুমার মাইতি এবং নবকুমার পন্ডা । এনআইএ-র নিউটাউনের অফিসে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । উল্লেখ্য, বিস্ফোরণ মামলায় ইতিমধ্যেই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।
২০২২ সালের তিন ডিসেম্বরে নারুয়াবিলার গ্রামে রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, তিনিও তৃণমূল নেতা ছিলেন। রাজকুমার নিজে গুরুতর জখন হন। জখম হন বিশ্বজিৎ গায়েন এবং বুদ্ধদেব মান্না। তিন জনেরই মৃত্যু হয়। সম্প্রতি, এই ঘটনায় তদন্ত করতে ভূপতিনগর গিয়েছিলেন এনআইএ আধিকারিকরা । সেইসময় দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে ফেরার সময় বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ।
ইতিমধ্যেই এনআইএ-এর উপর হামলার ঘটনায় তৃণমূল-বিজেপির জোর তরজা চলছে । ঘটনার আঁচ পৌঁছয় দিল্লিতেও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফোন করা হয় ভূপতিনগর থানায়। বিস্তারিত ঘটনার খোঁজখবর নেওয়া হয়। এদিকে শনিবার কোচবিহারের সভা থেকেই পুরো ঘটনার জন্য NIA-র উপর দায় চাপান মমতা বন্দ্যোপাধ্যায়।