কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই মোমিনপুর ঘটনার তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার বিকালেই তদন্তভার গ্রহণ করেছে তদন্তকারী সংস্থা। বুধবার নগর ও দায়রা আদালতে FIR দায়ের করতে চলেছে NIA।
মোমিনপুর কাণ্ডের তদন্তভার NIA-র হাতে যাবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার কেন্দ্রের উপরই দিয়েছিল হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলের তরফেও এই ঘটনার তদন্তভার NIA-কে দেওয়ার দাবি জানানো হয়। সেই দাবিতেই সিলমোহর দিল কেন্দ্র। মোমিনপুর কাণ্ডে এখনও পর্যন্ত মোট ৫টি FIR দায়ের করেছিল কলকাতা পুলিশ। SIT গঠন করে তদন্ত শুরু করেছিল পুলিশ। মঙ্গলবার পুলিশের থেকে সেই সমস্ত মামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করে জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রকে ১৫ দিনের সময়সীমা বেধে দেয় আদালত। পাশাপাশি আদালতের শুনানির ৪৮ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মোমিনপুরের ঘটনায় NIA-কে তদন্তভার দেওয়ার ব্যাপারে সিলমোহর দেয়। অবশেষে তদন্তভার গ্রহণ করল NIA।