একাধিক বিতর্কের নাম জড়ানো তৃণমূল বিধায়ক নির্মল মাজিকে (Nirmal Maji) কলকাতা মেডিকেল কলেজের (Calcutta Medical College) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরানো হল। বৃহস্পতিবার রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজির নাম ইতিমধ্যেই একাধিক বিতর্কে জড়িয়েছে। তবে নির্দিষ্ট কোনও কারণ না দর্শিয়ে নবান্ন বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে জানিয়েছে, কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মল মাজিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ্ত রায়কে। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, রোগী কল্যাণ সমিতির কাজ মসৃণ ভাবে চালানোর জন্য এই সিদ্ধান্ত। দায়িত্বে আসা সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক। তিনি আর জি কর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান। রাজ্যের হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদেও সম্প্রতি তাঁকে নিয়োগ করা হয়েছে।
এসএসকেএম হাসপাতালে কুকুরের ডায়ালিসিস নিয়ে প্রথমবার বিতর্কে নাম জড়িয়েছিল নির্মল মাজির। পরবর্তীতে করোনা অতিমারির সময় কলকাতা মেডিকেল কলেজ থেকে জীবনদায়ী ইঞ্জেকশন টসিলিজুমাব উধাও হয়ে যাওয়ায় ঘটনায় ফের তিনি বিতর্কের মুখে পড়েন। এছাড়া মেডিকেল কলেজে চক্ষু চিকিৎসার বিশেষ কেন্দ্র ভেঙে নতুন ট্রমা কেয়ার ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।