ভোর বেলা মিসাইল হানার শব্দে ঘুম ভাঙল পড়ুয়াদের। তখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবর ভাল করে এসে পৌঁছয়নি। -নিশ্চিত হতে না হতেই ইউক্রেনের রাজধানী কিয়েভের এয়ার স্পেস বন্ধ। আটকে পড়লেন কয়েক'শ ভারতীয় পড়ুয়া। বিমান বাতিল হওয়ায় অনেকেই ফের ফিরে গেলেন হোস্টেলে। বাকিরা তখন হোস্টেলেই আতঙ্কে কাঁটা। ঘরে খাবার নেই, বাইরে শপিং মলে লম্বা লাইন। জরুরি ফর্ম ফিল আপে ব্যস্ত কুমড়া গ্রামের বাসিন্দা- নিশা বিশ্বাস। মায়ের ভিডিও কল কেটে দিচ্ছেন বারবার। মুখ দেখে বলে দিতে হয় না, আতঙ্ক গ্রাস করেছে নিশাকে।
কিয়েভে ডাক্তারির এমবিবিএস এর তৃতীয় বর্ষের পড়ুয়া স্বাগতা সাধুখাঁ। আটকে পড়েছে গোবরডাঙ্গার বাসিন্দা স্বাগতাও। মার্চেই দেশে ফেরার কথা ছিল, এখন সবই অনিশ্চিত।
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছে রাশিয়ার পুতিন সরকার। তারপর বেশ ফোনে কথা হয় মোদী-পুতিনের। শান্তির বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়েছে কয়েক'শ ভারতীয় পড়ুয়া। বৃহস্পতিবার ইউক্রেনের ভারতীয় দূতাবাসের সামনে জমায়েত হয় প্রায় ২০০ পড়ুয়া।