১৪ বছর আগে সোনার দোকানের চুরির অভিযোগ উঠেছিল নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) । এবার এই ঘটনায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী । এদিন, সকালে আলিপুরদুয়ার আদালতে পৌঁছন নিশীথ (Nisith at Alipurduar Court) । সঙ্গে ছিলেন তাঁর সমর্থকরা । জানা গিয়েছে, চুরির ঘটনায় আদালতে তিনি আত্মসমর্পণ করেছেন ।
উল্লেখ্য, ২০০৯ সালে আলিপুরদুয়ার শহর সংলগ্ন দু’টি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে । তখন এই ঘটনায় নাম জড়ায় নিশীথের । তাঁর বিরুদ্ধে গত বছর ১১ নভেম্বর পরোয়ানা জারি করেছিল আলিপুরদুয়ারের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট । যদিও, পরে কলকাতা হাইকোর্ট সেই পরোয়ানার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ।
জানা গিয়েছে, চুরির মামলায় নিশীথ প্রামাণিক জামিন নেন । পরবর্তীতে সেই মামলা চলতে থাকে। মামলা চলাকালীন নিশীথ বিজেপির সাংসদ হিসেবে শপথ নেন। পরবর্তীতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এর মধ্যেই জানা যায়, জনপ্রতিনিধিদের সমস্ত মামলা বারাসত আদালতে নির্ধারিত করা রয়েছে । পরবর্তীতে সেই মামলা নিশীথের আবেদনরে ভিত্তিতে ফের বারাসত থেকে আলিপুরদুয়ার আদালতে নিয়ে আসার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ।