১৪ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় তাঁর জামিন নিয়ে এদিন উত্তপ্ত হয় আসানসোলের কোর্টরুম। দীর্ঘ সময় ধরে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। তাঁর আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁর মক্কেলকে হয়রানি করা হচ্ছে। এদিন সওয়াল জবাবের পর শেষ পর্যন্ত জামিন খারিজ হয়ে যায় তৃণমূল নেতার।
শনিবার সিবিআই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সজল দাশগুপ্ত। তিনি বলেন, "গরুপাচার মাংলায় মূল অভিযুক্ত এনামুল হক। কিন্ত দেখা হচ্ছে, সিবিআই চার্জশিটে রাজনৈতিক পরিচয় খাটিয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। রাজনৈতিক দলকে লক্ষ্যবস্তু করে তদন্ত চলছে।"
এদিকে সিবিআই দাবি করেছে, জেলে জিজ্ঞাসাবাদের সময় চুপ করে থেকেছেন অনুব্রত মণ্ডল। অনুব্রতের আইনজীবী বলেন, "সিবিআইয়ের এই অভিযোহ সঠিক নয়। উনি জানলে তবেই সেই বিষয়ের উত্তর দেবেন। উনি দল বদলালে রাজনীতি থেকে সন্ন্যাস নিলে তবেই কি প্রভাবশালী তকমা সরে যাবে?"