রান্না করা খাবার নয়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে দেওয়া হবে প্যাকেটজাত শুকনো খাবার। শনিবার নবান্ন থেকে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানগুলিতে যে খাবার দেওয়া হয়। সেই খাবারের মান খারাপ। যা নিয়ে নবান্নে (Nabanna) বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। জানা গিয়েছে, বড় সভা বা অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক বেশি সংখ্যক মানুষের জমায়েত হয়। সেক্ষেত্রে তাঁদের রান্না করতে সমস্যার মুখে পড়েন কর্মীরা। ফলে, কিছু কিছু ক্ষেত্রে খাবারের মানও বজায় রাখা সম্ভব হয় না।
আরও পড়ুন - তুরস্কে 'অপারেশন দোস্ত' সেরে শহরে ফিরল NDRF বাহিনী, জানালেন অভিজ্ঞতার কথা
সম্প্রতি শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর পাট্টা বিলি অনুষ্ঠানেও এমন সমস্যা সামনে আসে। অভিযোগ করা হয়, সেখানে রান্না হওয়া বিরিয়ানি নষ্ট হয়ে গিয়েছিল। এরপরেই সাবধান হয়ে উঠেছে নবান্ন। যে কারণে আর রান্না করা খাবার নয়। প্যাকেটজাত শুকনো খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।