কেন্দ্রের নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তা জানা হয়ে গিয়েছিল আগেই। তবে, তাঁর বদলে রাজ্য সরকারে কোনও মন্ত্রী বা আমলা ওই বৈঠকে যোগ দেবেন বলে জল্পনা ছিল। শুক্রবার জানা গেল, রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও প্রতিনিধিই উপস্থিত থাকবেন না নীতি আয়োগের বৈঠকে।
উল্লেখ্য, আগামী ২৭ মে দেশের একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একযোগে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতার। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজেই দিল্লি সফরের কথা জানিয়েছিলেন। কিন্তু তারপর জানা যায়, মে মাসের শেষে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। সেই পথে হাঁটতে পারে বাকি বিরোধী দলও। এই সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত টুইট করে জানিয়ে দিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি টুইট করে জানিয়ে দেন, রবিবারের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস উপস্থিত থাকবেন না। এই টুইট প্রকাশ্যে আসার পরই মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার কথা সামনে চলে আসে।