সোমবার থেকে বাংলায় কার্যকর হচ্ছে কোভিডের কড়া বিধিনিষেধ (Covid 19 Restrictions)। সন্ধে সাতটার পর সফর করা যাবে না লোকাল ট্রেনে (Local Train)। সবক্ষেত্রেই জারি হয়েছে গাইডলাইন। কিন্তু গঙ্গাসাগর (Gangasagar) মেলা নিয়ে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি রাজ্য।
প্রত্যেক বছর গঙ্গাসাগরে আসেন উত্তর ও পশ্চিম ভারতের লক্ষ লক্ষ মানুষ। যান রাজ্যের মানুষও। গঙ্গাসাগর নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, "কোভিড বিধি মেনে পুণ্যার্থীদের যাতে যাতায়াত করতে পারেন, তা নিয়ে রেলের সঙ্গে কথা বলবে রাজ্য।" কিন্তু মেলা নিয়ে আলাদা করে কোনও ঘোষণা করেনি নবান্ন।
মাত্র কয়েকদিন আগে সাগরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি কাউকে আটকাতে পারি নাকি! বিহার, উত্তরপ্রদেশ থেকে যারা আসবেন, তাদের আটকাব কী করে!"
আরও দেখুন: সোমবার থেকে বন্ধ স্কুল-কলেজ, ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি-বেসরকারি চলবে দফতর
এদিন দূরপাল্লার ট্রেনে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। কিন্তু লোকাল ট্রেনের পরিষেবা চলবে সন্ধে সাতটা পর্যন্ত। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন।