মন্দারমণিতে এখনই ভাঙা হচ্ছে না ১৪৪টি বেআইনি রিসর্ট। হোটেল ভাঙা নিয়ে জেলা প্রশাসনের নির্দেশ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কোনওরকম বুলডোজার চলবে না।
উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে পরিচিত মন্দারমণি। গড়ে উঠেছে কয়েকশো হোটেল এবং রিসর্ট। যে হোটেলগুলি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে দাদনপাত্রবাড়েই রয়েছে ৫০টি হোটেল, সোনামুই এলাকায় ৩৬টি এবং মন্দারমণিতে রয়েছে ৩০টি হোটেল। অভিযোগ, উপকূলবর্তী এলাকার নিয়মবিধি না মেনেই ওই রিসর্টগুলি তৈরি করা হয়েছিল। সেই কারণে রিসর্টগুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী ২০ নভেম্বরের মধ্যে ১৪৪টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। এবং একইসঙ্গে জানানো হয়েছিল, হোটেল ও রিসর্ট কর্তৃপক্ষ নিজেরা না ব্যবস্থা নিলে কড়া পদক্ষেপ নেবে জেলা প্রশাসন।
সূত্রের খবর, জেলা প্রশাসনের তরফে এই নির্দেশ জারি করা হলেও প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে পুরো বিষয়টা অজানা ছিল। এমনকি মুখ্যসচিবও এই বিষয়ে জানতেন না।
বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও রিসর্ট ভাঙা হবে না। বুলডোজার চালিয়ে কোনও সমস্যার সমাধান হয় না। বদলে রিসর্ট মালিকদের সঙ্গে মুখ্যসচিব বৈঠকে বসবেন বলে জানিয়েছেন তিনি।