বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্ধের তেমন কোনও প্রভাবই পড়ল না যাদবপুর চত্ত্বরে। অন্যদিনের মতোই ব্যস্ত ৮ বি মোড় এবং সংলগ্ন অঞ্চল।
সোমবার সকাল সাড়ে নটা নাগাদ জনা তিরিশ বিজেপি কর্মী এইটবি মোড় অবরোধ করতে আসেন৷ বন্ধের (BJP Bangla Bandh) সমর্থনে স্লোগান দিয়ে রাজা এসসি মল্লিক রোডের একটি লোন অবরোধ করার চেষ্টা করেন। কয়েক মিনিটের মধ্যে তাঁদের গ্রেফতার করে পুলিশ। দু পক্ষে সামান্য ধস্তাধস্তি হয়। এলাকা পুরো স্বাভাবিক। গাড়ি চলছে রোজকার মতোই।
তবে নদিয়ার পায়রাডাঙ্গায় সকাল থেকে রেল অবরোধ করেছে বিজেপি। বাঁকুড়ার ৬০ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেছে।