এবার থেকে নবান্নের অর্থ ও স্বরাষ্ট্র দফতরে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ হল। এমনই খবর প্রকাশ করেছে বাংলা সংবাদমাধ্যম দ্যা ওয়াল। এমনকি এই নিয়ে নজরদারি চালানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার নবান্ন সভাঘরে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন একাধিক দফতরের সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বলেছেন অর্থ এবং স্বরাষ্ট্র দফতরে ঢোকার সময় সবাই যেন মোবাইল ফোন বন্ধ করে রাখেন। যেমনটা হয়ে থাকে মুখ্যমন্ত্রীর ঘরে ঢোকার সময়।
Read More- জামাইষষ্ঠীতে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি উত্তরবঙ্গে, তিলোত্তমা ভিজবে কবে?
প্রায়শই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক গোপন নথি টুইট করে রাজ্য সরকারকে কটাক্ষ করেন। এমনকি, প্রকাশ্যেই তিনি দাবি করেন, নবান্ন থেকে কালীঘাট পর্যন্ত সব জায়গাতেই তাঁর লোক রয়েছে। রাজনৈতিক মহলের মত, রাজ্য সরকারের গোপন তথ্য ফাঁস হওয়া আটকাতেই এই পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
দ্যা ওয়ালের ওই প্রতিবেদনে প্রকাশ, নথি ফাঁস নিয়ে সিনিয়র IPS অফিসার মনোজ ভার্মার কাছে উষ্মা প্রকাশ করেন ওই বৈঠকে। নিরাপত্তা এবং নজরদারি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। প্রাক্তন DG-রাজীব কুমারকেও এবিষয়েও আরও কড়া হতে বলেছেন তিনি।