মঙ্গলবার মহাশিবরাত্রি(Shivratri) উপলক্ষে বেলুড়মঠে(Belur Math) পুজো হবে। কিন্তু করোনা বিধিনিষেধ(Covid Restriction) মেনে প্রথম প্রহরের পুজোয় উপস্থিত থাকতে পারবেন না ভক্তরা। এই বিষয়ে বেলুড় মঠের ওয়েবসাইটে (https://belurmath.org) জারি হয়েছে নির্দেশিকা(Covid Order)।
করোনা আবহে(Covid -19) প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আবার গত ২৩ ফেব্রুয়ারি থেকে খুলেছে বেলুড় মঠ(Belur Math)। সকাল ৭টা-১১টা এবং দুপুর ৩.৩০টে থেকে ৫.৩০টা খোলা থাকছে বেলুড় মঠ(Belur Math)।
আরও পড়ুন- West Bengal Covid Bulletin: ক্রমশ নিম্নমুখী বাংলার করোনা গ্রাফ, একদিনে আক্রান্ত ২১৫ জন
বেলুড় মঠের(Belur Math) ওয়েবসাইটে ভক্তদের জন্য জারি করা হয়েছে বেশকিছু নির্দেশিকা। মাস্ক পরা, করোনা বিধিনিষেধ(Covid Restrictions) মেনে চলা সহ মন্দিরে প্রবেশেও বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে ভক্তদের। নির্দেশিকায় বলা হয়েছে,
- অনুগ্রহ করে মাস্ক/ফেস কভার পরুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।
- অনুগ্রহ করে নিজের এবং অন্যদের মধ্যে কমপক্ষে ২ মিটার দূরত্ব বজায় রাখুন
- প্রবেশের সময় সমস্ত ভক্ত, দর্শকদের স্ক্রিনিং/থার্মাল স্ক্রিনিং করাতে হবে।
- শুধুমাত্র উপসর্গহীন ভক্ত, দর্শনার্থীদের প্রাঙ্গনে প্রবেশ করতে দেওয়া হবে।
- বড় লাগেজ / লাগেজ নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হবে না, শুধুমাত্র ছোট হাত ব্যাগ নেওয়া যেতে পারে।
- মঠ প্রাঙ্গনে থুতু, ময়লা ফেলা, এবং ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ।
- ভক্তদের শুধুমাত্র শ্রী রামকৃষ্ণ মন্দির, শ্রী সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির এবং স্বামী ব্রহ্মানন্দ মন্দির - এই চারটি মন্দির দেখার অনুমতি দেওয়া হবে।
- দাঁড়িয়ে প্রণাম করার অনুমতি থাকলেও সাষ্টাঙ্গ প্রণাম বা বসে প্রণামের অনুমতি দেওয়া হবে না। মন্দিরে বসা ও ধ্যান করা যাবে না।
- মন্দিরের নির্দিষ্ট জ,য়গায় নৈবেদ্য রাখতে হবে।
- পুরাতন মন্দির এবং স্বামীজির কক্ষে যাওয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
- গঙ্গায় স্নান করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি।
- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রসাদ বিতরণ স্থগিত থাকবে।