পুজোয় দুর্যোগের (Puja Rain Forecast) কোনও আশঙ্কা নেই। সুখবর শোনাল হাওয়া অফিস। এক সপ্তাহ বাকি নেই বাঙালির দুর্গাপুজোর (Durga Puja Weather)। বৃহস্পতিবার থেকেই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৌসম ভবন (IMD Forecast) সূত্রে খবর, আগামী ১০-১২ দিন অক্টোবরে রাজ্য়ে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
পুজোর চারদিন বাচ্চা থেকে বুড়ো, সবাই চুটিয়ে আনন্দ করেন। কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতিতে বাধা পড়েছিল নিম্নচাপের বৃষ্টি। পুজোর চারদিনের সঙ্গে জড়িয়ে থাকে অনেক ব্যবসাও। তাই দুর্যোগের আশঙ্কা থাকলে ক্ষতির সম্ভাবনাও থাকে। কিন্তু মৌসম ভবন জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গে থাকবে ঝলমলে আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: বাড়ির পুজো থেকে সর্বজনীনের মণ্ডপ, উমার জন্য অন্তহীন অপেক্ষা বাঙালির
আবহাওয়া বিশারদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর শান্ত থাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা কম। উত্তর পশ্চিম থেকে শুকনো হাওয়া ঢুকবে। যার ফলে হাওয়া ভ্যাপসা গরম থেকেও অনেকাংশেই রক্ষা পাবে বঙ্গবাসী।