ক্লাস চলাকালীন কোনও শিক্ষক ফোন ঘাঁটতে পারবেন না। এই মর্মে ইতিমধ্যেই একাধিক স্কুলকে নোটিস পাঠাল জেলা স্কুল পরিদর্শক অফিস। এছাড়াও শিক্ষকদের ছুটি নিয়েও এক প্রকার কড়া বার্তা দিল স্কুল শিক্ষা দফতর।
গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জলপাইগুড়ির একটি স্কুলে সারপ্রাইজ ভিজিটে যান। জলপাইগুড়ির ফণীন্দ্র দেব বিদ্যালয়ে গিয়ে দেখেন সেখানে মোট শিক্ষক রয়েছেন ৪৫ জন্য। তার মধ্যে ওই দিন ১২ জন অনুপস্থিত ছিলেন।
আরও পড়ুন - '১০ পয়সার হিসেব দিলে রাজনীতির আঙিনা ছেড়ে দেব', সুকান্তকে চ্যালেঞ্জ অভিষেকের
এরপরেই রিপোর্ট তলব করেন বিচারপতি বসু। এরপরেই নরে চড়ে বসে শিক্ষা দফতর। এমনকি স্কুলগুলির জন্য জারি করা হয়েছে একগুচ্ছ কড়াকড়ি। প্রধান শিক্ষকদেরও স্কুলের রেজিস্টার খাতা আপটুডেট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।