প্রতিবারের মতো এবারেও মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই লাইমলাইটে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মেধাতালিকার প্রথম দশের মধ্যে ৬ জন ছাত্রই এই আবাসিক বিদ্যালয়ের। নরেন্দ্রপুরের নিয়ম-কানুন, পরিবেশই ছাত্রদের সাফল্যের পিছনে প্ৰধান কারণ যে মনে করছেন মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। তিনি জানান, মিশনে একটি তপোবনের মতো পরিবেশ রয়েছে, যা ছাত্রদের মনসংযোগ করতে সহায়তা করে।
তাঁর কথায় এখানে ছাত্ররা থেকে পড়াশুনো করেন বলে, অনেক সুবিধা পান। ছাত্ররা ছাত্রদের অসুবিধে বুঝতে পারেন, দরকারে যখন তখন শিক্ষকদের সাহায্য পান। এছাড়াও মহারাজের দাবি, মিশনে কারও হাতে মোবাইল ফোন নেই। একবিংশ যুগে দাঁড়িয়ে, এই ছবি একেবারে অন্য। মোবাইলে ডুবে থাকলে ছোটদের একাগ্রতা নষ্ট হয়।
Madhyamik 2024: মাধ্যমিকে তৃতীয় বালুরঘাটের 'লেনিন'! বাবা CPM হোল টাইমার, ছেলের চোখে ডাক্তারির স্বপ্ন
এবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিকে তৃতীয় স্থান অর্জন করেছে নৈঋত রঞ্জন পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১। ষষ্ঠ স্থান অলিভ গায়েনের। সপ্তম স্থানে আলেখ্য মাইতি। নবম স্থানে ঋতব্রত নাথ ও ঋত্বিক দত্ত। দশম স্থানে শুভ্রকান্তি জন।