হাওড়ায় আর কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। শনিবার টুইট করে কার্যত এই হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে গত বৃহস্পতিবার ও শুক্রবার গ্রামীণ হাওড়ার বিস্তৃর্ণ অঞ্চলে বিক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভ হঠাতে পুলিশকে প্রথমে লাঠি ও পরে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়েছে। শনিবার টুইটারে মমতা লেখেন, আগেও বলেছেন, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । মুখ্যমন্ত্রীর অভিযোগ, এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়। কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানান মুখ্যমন্ত্রী। তাঁর মতে, 'পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?'
শুক্রবারই