এই প্রথমবার কেন্দ্রের বাজেট অধিবেশনের প্রথম দিনে কোশ্চেন আওয়ার(Question Hour) বা প্রশ্নোত্তর পর্ব থাকবে না। ইতিমধ্যেই সেই ঘটনায় ক্ষুব্ধ বিরোধীরা কেন্দ্রের মনোভাব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাঁদের দাবি, প্রশ্ন করার অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্র সরকার(Central Govt.)।
এবার দু'দফায় হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন(Budget Session)। প্রথম পর্বের অধিবেশন চলবে ৩১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব চলবে ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত। ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitaraman)। আসন্ন বাজেট অধিবেশনকে কেন্দ্র করে আদর্শ আচরণবিধি জারি করেছেন বেঙ্কাইয়া নাইডু(Venkaiah Naidu)।
আরও পড়ুন- Dilip Ghosh: কোভিডবিধি ‘অগ্রাহ্য’, দিলীপ ঘোষকে আটকাল পুলিশ, অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত বিধাননগর
আরও জানানো হয়েছে, সংসদের কোনও গুরুত্বপূর্ণ গোপন বিষয়কে সংসদের অনুমতি ছাড়া প্রকাশ্যে আনা যাবে না। এই বিষয়টির উল্লেখ রয়েছে আদর্শ আচরণবিধিতে(Code of Conduct)। এখানেই জানানো হয়েছে বাজেট অধিবেশনের(Budget Session) প্রথম দুই দিন লোকসভা(Loksabha) এবং রাজ্যসভায়(Rajyasabha) কোনও প্রশ্নোত্তর পর্ব থাকবে না।