জমি বিবাদ মামলায় সিউড়ি জেলা আদালতে জয়ী হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বুধবার এক নির্দেশে বিশ্বভারতীর উচ্ছেদের নোটিস খারিজ করে দিয়েছে আদালত। অমর্ত্য সেনের আইনজীবীরা জানিয়েছেন, আদালত আপাতত বিশ্বভারতীর দাবি খারিজ করে দিল। বিশ্বভারতীর দাবি আর রইল না। বিশ্বভারতীর এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে প্রতিহিংসাপরায়ণ বলেও অভিযোগ করেন তাঁরা।
বিশ্বভারতীর জমি দখল করে রেখেছে অমর্ত্য সেনের পরিবার। উপাচার্য থাকার সময় এই অভিযোগ করেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিবেল জমি দখল করেছেন অমর্ত্য সেন ও তাঁর পরিবার। এই অভিযোগ করেন নোবেলজয়ীর বিরুদ্ধে মামলা উঠেছিল সিউড়ি আদালতে।
সেই মামলার এদিন নিস্পত্তি হল। এর ফলে কার্যত জমি মামলায় অমর্ত্যের জয় হল বলেই মনে করছেন তাঁর আইনজীবীরা। এই ব্যাপারে নোবেলজয়ীর পাশে দাঁড়িয়েছিলেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।