সোমবার নজরুল মঞ্চে প্রদান করা হবে পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গ সম্মান। সূত্রের খবর, বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন । তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি বিদেশে আছেন। ওই সূত্রে আরও বলা হয়েছে, এখন তিনি দেশে ফিরছেন না। তবে কী কারণ বঙ্গবিভূষণ তিনি নিচ্ছেন না, তা অবশ্য স্পষ্ট করা হয়নি।
সোমবার রাজ্যের তরফে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হবে আর এক নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়কে। স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতির ঘটনায় শনিবারই গ্রেফতার করা হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে। তারপরেই রাজ্যের দেওয়া বঙ্গ সম্মান বয়কট করার জন্য নাগরিক সমাজের কাছে আবেদন করেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ফলে এখন জল্পনা সেই আবেদনের পরেই কী রাজ্যের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান নিতে আপত্তি নোবেল জয়ী অর্মত্য সেনের ? এই প্রশ্নের জবাব অবশ্য নোবেল জয়ীর পরিবার থেকে পাওয়া যায়নি। ওই সূত্রে স্রেফ এটাই বলা হয়েছে, তিনি বিদেশে আছে, এখন দেশে ফিরছেন না। আধুনিক সমাজে ভার্চুয়াল মাধ্য়মেও সম্মান গ্রহণ সম্ভব। তা নিয়ে অবশ্য কোনও কিছু খোলসা করেনি অর্মত্য সেনের পরিবার।
শনিবার এক চিঠিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী শুধু অর্মত্য সেন নন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ই নন, কৌশিক বসু, দেবশঙ্কর হালদারদের কাছেও রাজ্য সরকারের 'বঙ্গবিভূষণ' সম্মান প্রত্যাখ্যানের আর্জি জানিয়েছিলেন।