কিছুদিন আগেই রাজ্য পেয়েছে প্রথম 'বন্দে ভারত' এক্সপ্রেস(Vande Bharat Express Menu Chart)। যা চলবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে(Howrah-New Jalpaiguri Train Route)। এর মধ্যেই 'বন্দে ভারত'-এর যাত্রীদের জন্য ফের সুখবর। এবার থেকে 'মাছে-ভাতে' বাঙালির রসনাতৃপ্তিতে ট্রেনের মেনুতে ঠাঁই পাচ্ছে আমিষ পদ। নববর্ষ(Bengali New Year), দুর্গাপুজোর(Durga Puja) মতো বিশেষ দিনগুলিতে বিশেষ মেনুর সুবিধা পাবেন যাত্রীরা।। শুরুতেই বিশেষ কোচে থাকতে পারে ডাবের জল বা চা-কফি। দুপুরের মেনুতে ফিশ ফ্রাই, বাসমতি চালের ভাত, ঘন ডাল, তরকারি, মাছের ঝোল বা মুরগির মাংস থাকবে। পাশাপাশি, খাবার ঠান্ডা বা গরম থাকার ব্যবস্থাও রাখা হবে বলেই খবর।
শুধু তাই নয়, বাংলার জন্য বরাদ্দ ট্রেনটিতে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়ে আরও বেশি সতর্কতা নিয়েছে রেল। রেল দফতর সূত্রে খবর, বাংলার 'বন্দে ভারত'-এ থাকবে ১০৬টি সিসি ক্যামেরা(CCTV Camera in Vande Bharat Express)। প্রতিটি আসনের নীচে থাকছে নিজস্ব মোবাইল চার্জিং পয়েন্ট, বই পড়ার আলো। প্রতি কামরায় ৩২ ইঞ্চির বড় ডিসপ্লে সিস্টেম।
যাত্রী নিরাপত্তায় আরও বেশি সতর্ক হয়েছে রেল দফতর(Rail Deapartment)। বিপত্তি এড়াতে চালকের সঙ্গে কথা বলার ‘টক ব্যাক’ ব্যবস্থা থাকবে ট্রেনের কামরায়। থাকবে বিমানের মতো ভ্যাকুয়াম শৌচাগার। বিশেষভাবে সক্ষমদের জন্য হুইলচেয়ার ঢোকার বড় শৌচালয়ও থাকছে। ট্রেনের সামনে জ্বলবে লাল, সবুজ আলো। পতাকার বদলে ওই আলোর সঙ্কেতেই একের পর এক স্টেশন পেরোবে দেশের সর্বোচ্চ গতির এই ট্রেন(Vande Bharat Express)।