বিয়ার বিক্রিতে রেকর্ড গড়ল উত্তর ২৪ পরগনা। মার্চ ও এপ্রিলে যত পরিমাণ বিয়ার বিক্রি হয়েছে, তা আগে হয়নি। জেলা আবগারি দফতরের পরিসংখ্য়ানে জানা গিয়েছে, এই দুই মাসে এই জেলায় ৩০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যার আনুমানিক পরিমাণ ২২ লক্ষ লিটার।
আবগারি দফতর সূত্রে খবর, গত বছর মার্চ ও এপ্রিলে উত্তর ২৪ পরগনায় যা বিয়ার বিক্রি হয়েছে, এবার তার পরিমাণ ১৫ গুণ বেশি। রাজ্যের কোষাগারও বেশি পরিমাণে ভরেছে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই সময় প্রতি মাসে এই জেলায় ১১ লক্ষ লিটার বিয়ার বিক্রি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি। এর মধ্যে ৬৫ শতাংশ অর্থ রাজ্যের কোষাগারে এসেছে।
প্রসঙ্গত, গরমে বিয়ারের চাহিদা বৃদ্ধি আগেও ছিল। এবার আগের রেকর্ডকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা।