একেবারে বানভাসি অবস্থা রাজ্যের উত্তরের। উত্তরবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন৷ আলিপুর দুয়ার, দার্জিলিং ডুয়ার্সে জারি করা হয়েছে লাল সতর্কতা। আশ্রয়ের আশায় এদিকে ওদিকে মাথা গুঁজছে জনগণ।
বন্যা পরিস্থিতি থেকে বাঁচতে বাড়ি ঘর ছেড়ে স্কুলে আশ্রয় নিতে হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের। ডুয়ার্সের বিভিন্ন এলাকাসহ ধুপগুড়ি পৌরসভায় একই চিত্র ধরা পড়েছে। ধুপগুড়ি পৌরসভার ১৪, ১৫, নম্বর ওয়ার্ড জলমগ্ন পরিস্থিতি সৃষ্টি হয়। অনেক জায়গাতেই জলমগ্ন পরিস্থিতির রেহাই পেতে বাড়ি ঘর ছেড়ে কুলে আশ্রয় নিয়েছে মানুষেরা। তবে বৃষ্টি কমতেই জলস্থরে কিন্তু নামতে শুরু করেছে। আতঙ্ক এখনো মানুষের মধ্যে রয়েছে। আবারো বৃষ্টি নামলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।