অতিবর্ষণে রীতিমতো বেহাল উত্তরবঙ্গের পরিস্থিতি(Flood situation in North Bengal)। বিপদ সঙ্কেতের ওপর দিয়ে বইছে তিস্তা। পিছিয়ে নেই জলঢাকাও। জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবারই নদী বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে হাজির হন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়(Saikat Chatterjee)। সঙ্গে ছিলেন পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা।
দীর্ঘক্ষণ ধরে এলাকা পরিদর্শনের পাশাপাশি তাঁরা কথা বলেন এলাকাবাসীর সঙ্গেও। বন্যা পরিস্থিতি তৈরি হলে বানভাসিরা(Flood situation in North Bengal) কোন কোন ফ্লাড সেন্টারে আশ্রয় নেবেন, তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি, বন্যা পরিস্থিতি নিয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন- West Bengal Weather Update: আষাঢ়স্য প্রথম দিবসে ভিজবে শহর কলকাতা? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে কার্যত নাজেহাল উত্তরবঙ্গ। পাশাপশি, সিকিম পাহাড়ে বৃষ্টির জেরে তিস্তায় জল বেড়েছে। মঙ্গলবার বিকেলের পর থেকেই তিস্তাপাড়ের দোমহনী থেকে বাংলাদেশের বিস্তৃত অংশ পর্যন্ত জারি হয়েছে হলুদ সতর্কতা(Yellow alert in Tista River)।
শুধু তাই নয়, প্রতিবেশী দেশ ভুটানেও জল বাড়ায় জলঢাকা নদীর সংরক্ষিত অঞ্চলেও জারি হয়েছে হলুদ সতর্কতা। সেই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কে রয়েছেন উত্তরবঙ্গের বাসিন্দারা।