এসএসসি দুর্নীতি মামলায় গরাদের ওপারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। আপাতত উপাচার্যবিহীন রয়েছে বিশ্ববিদ্যালয়। এর মধ্যেই বন্ধ হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের আরও একটি মেস।
যদিও ঠিক কী কারণে মেস বন্ধ তা উল্লেখ করা হয়নি ওই নির্দেশিকায়। যার জেরে চরম সমস্যায় ওই হস্টেলের আবাসিকরা। সমস্যার সমাধান চেয়ে 'ভাত চাই' লেখা পোস্টার হাতে বিক্ষোভে নামলেন আবাসিকরা। বুধবার বিকেল পর্যন্ত চলে এই বিক্ষোভ।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, রেজিস্ট্রার এমনকি ফাইনান্স অফিসারও নেই। যে কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে। ছাত্রদের অভিযোগ, এখন একটি হস্টেলে খাবার বন্ধ করা হয়েছে ভবিষ্যতে বাকি হস্টেলেও একই অবস্তা হবে। যার জেরে সমস্যায় পড়বেন তাঁরা। এর তীব্র প্রতিবাদে 'ওয়াচ অ্যান্ড ওয়ার্ড' বিভাগের বাইরে বিক্ষোভ দেখান আবাসিকরা।
আরও পড়ুন - ৫ দিনের ইডি হেফাজতে মণীশ কোঠারি, অনুব্রতর হিসাবরক্ষকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ