ফের ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যজুড়ে। চলতি সপ্তাহে বেশ কয়েকটি টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮-২৯ সেপ্টেম্বরের মধ্য়ে উত্তর আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা নিম্নচাপে পরিণত হলে বেশ কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে।
এদিকে রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হতে পারে। সোমবারেও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে রবিবার তুলনামূলক কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে বাড়বে গরম।
এদিকে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। ফলে দিনের বেলায় তাপমাত্রা বাড়ছে। তবে দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার একাধিক এলাকায় মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে।