কালিয়াগঞ্জ কাণ্ডে কড়া পদক্ষেপ প্রশাসনের। সরিয়ে দেওয়া হল থানার অফিসার-ইন-চার্জ দীপাঞ্জন দাসকে। তাঁকে শিলিগুড়ি জিআরপিতে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হলেন শিলিগুড়ি জিআরপির সুবলচন্দ্র ঘোষ। এছাড়া এই ঘটনায় সাসপেন্ড চার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত চলবে বলেও আশ্বস্ত করেছেন পুলিশ সুপার সানা আখতার।
উল্লেখ্য, কালিয়াগঞ্জ কাণ্ডে আইজি (উত্তরবঙ্গ), উত্তর দিনাজপুরের পুলিশ সুপার ও জেলাশাসককে সাতদিনের মধ্যে দিল্লিতে হাজিরার নির্দেশ। শুক্রবার এই মর্মে নোটিশ পাঠায় জাতীয় তফসিলি জাতি কমিশন। এছাড়া উত্তর দিনাজপুরের পুলিশ সুপার, কালিয়াগঞ্জ থানার আইসি এবং মামলার তদন্তকারী অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার সুপারিশ করে তারা। সেই নির্দেশের ২৪ ঘন্টার মধ্যেই কালিয়াগঞ্জ থানার ওসিকে সরিয়ে দিল প্রশাসন।
আরও পড়ুন- West Bengal Weather Update: ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, শনিবার কলকাতার পাশাপাশি ভিজতে পারে একাধিক জেলা