বরাহনগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার বিধানসভার সামনে বসলেন ধর্নায়| শপথ নিয়ে, রাজভবন অবস্থান বদল না করায় ধর্নায় বসলেন দুই নব নির্বাচিত বিধায়ক| রাজভবন থেকে শপথগ্রহণের আমন্ত্রণের চিঠি পেয়েছিলেন তাঁরা, কিন্তু বিধানসভায় তাঁদের শপথ গ্রহণের ইচ্ছে| মঙ্গলবার তাঁদের চিঠি দিয়ে জানানো হয় বুধবার তাঁদের শপথের সমস্ত ব্যবস্থা থাকবে|
কিন্তু দুই বিধায়কই জানিয়েছেন তাঁরা কোনওভাবেই রাজভবনে শপথ নেবেন না, শপথ নেবেন বিধানসভাতেই| এদিকে রাজভবন সূত্রে খবর, আজই রাজ্যপালের দিল্লি যাওয়ার কথা । মর্মে, ‘‘শপথের জন্য মাননীয় রাজ্যপালের আসার অপেক্ষায় রয়েছি।’’ লেখা প্ল্যাকার্ড ধরে ধর্না চালিয়ে যাচ্ছেন সায়ন্তিকা এবং রায়াত |