নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক তথা রাজ্য বিধানসভার (West Bengal Assembly) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব গ্রহণ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বিজেপির টিকিটে জিতে তৃণমূলে (TMC) যোগ দেওয়া চার বিধায়ক বুধবার অভিযোগ জানিয়েছিলেন, বিধানসভায় দাঁড়িয়ে তাঁদের বিরুদ্ধে আয়কর হানার ব্যবস্থা করার হুমকি দিয়েছেন শুভেন্দু। তার সঙ্গেই দিয়েছেন খুনের হুমকিও।
আরও পড়ুন: Mamata-Suvendu: এই প্রথম মমতা-শুভেন্দুর টক্করে সরগরম বিধানসভা, বিজেপির ওয়াক-আউট
বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের শুরুতেই স্পিকার জানিয়ে দেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ তাঁর কাছে জমা পড়েছে। স্বাধিকারভঙ্গের প্রস্তাবটি তিনি গ্রহণ করেছেন। শুভেন্দু অবশ্য বুধবারই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।
শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করা চার বিধায়ক হলেন বাগদার বিশ্বজিৎ দাস, বড়জোড়ার তন্ময় ঘোষ, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী এবং কালিয়াগঞ্জের সৌমেন রায়। এঁরা চারজনই বিজেপি-র টিকিটে বিধানসভা নির্বাচনে জেতেন। পরে যোগ দেন শাসকদলে।